স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৪ জুন।। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি থেকে দিলীপ কুমার দাসের নেতৃত্বে একটি দল পরিদর্শনে আসেন তেলিয়ামুড়া লাইব্রেরিতে৷ তারা এসে সংবাদের সত্যতা খুঁজে পায়৷ টিন ছিদ্র হয়ে বৃষ্টির জল পড়ে৷ এতে বই সহ লাইব্রেরিতে থাকা অন্যান্য সামগ্রী নষ্ট হচ্ছে৷
বেলা ২ টা নাগাদ বিধায়িকা কল্যাণী রায় লাইব্রেরিতে আসেন৷ বলাবাহুল্য রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টা এই লাইব্রেরি এর কিছু টিন ঠিকঠাক করে লাগানো হয়৷ বর্তমানে এই লাইব্রেরি-এর বেশির ভাগ টিন ছিদ্র হয়ে তা দিয়ে জল পড়ছে৷ সরকারি উদাসীনতার ফলে এই লাইব্রেরিটির যে বেহাল দশা তা পরিষ্কার৷
পরিবর্তীতে বিধায়িকা বীরচন্দ্র স্টেট লাইব্রেরি থেকে আসা আধিকারিকদের সাথে কথা বলে অতি দ্রুত কীভাবে এর সংস্কার করা যায় তার ব্যবস্থা নিতে বলেন৷ সাথে সাথে তিনি তাদের নিয়ে আরডি দপ্তরে গিয়ে দপ্তর আধিকারিক এর সাথে কথা বলেন৷ অতি দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে এর সংস্কার করা যায় তার ব্যবস্থা করেন৷
বলা বাহুল্য এই লাইব্রেরিতে একজন লাইব্রিয়ান দেওয়া হলেও উনি বছরে কয়দিন আসেন তা উনি বলতে পারবেন, যদিও দায়িত্বপ্রাপ্ত লাইব্রেরিয়ান জানান যে উনি একসাথে দুইটি লাইব্রেরি-এর দায়িত্বে তাকায় প্রতিদিন এখানে আসতে পারেন না৷ যদিও বর্তমানে এই লাইব্রেরিতে লাইব্রেরিয়ান ছাড়াও তিনজন সরকারি চাকরিজীবী রয়েছেন৷
সংস্কার এখন দেখার কবে নাগাদ এই লাইব্রেরি পূর্ণতা পায়৷ বই পিপাসু জনগণের দাবি অবিলম্বে যেন এই লাইব্রেরি-এর করে সুন্দর করে সাজিয়ে তোলা হয়৷