স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৫ জুন।। বৃষ্টির দেখা মিলতেই মাঠে নামলো কৃষক। এ যেন কি মনোরম দৃশ্য। কৃষকের চোখে মুখে সেই খুশির দৃশ্য। মনের সুখে ক্ষেতে চাষাবাদ করার দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। গত কয়েক দিনের বৃষ্টি কৃষক কুলে নিয়ে এল এক অনাবিল আনন্দ । কৃষি কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ গুলোর মধ্যে অন্যতম একটি উপকরণ হল জল।
পর্যাপ্ত পরিমানে জল না থাকলে সেই কৃষিজ ফসলের ফলন কোন প্রকারেই ভাল হওয়া সম্ভব নয়। অনাবৃষ্টি বা করায় চাষিদের ক্ষতি করে প্রতি বছর। জলের অভাবে এক মাত্র অর্থনৈতিক সম্বল কৃষি জমিতে চাষাবাদ করতে না পারলে অসুবিধায় দিন গুজরান করতে হয় চাষিদের ।
তাদের কাছাকাছি না থাকলে বুঝা মুসকিল। বিগত কয়েকদিনের বৃষ্টি কৃষক কুলের চাষাবাদের জন্য জন্য প্রকৃতির বড় আশীর্বাদ । এমনই এক দৃশ্য পরিলক্ষিত হয় তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীন হদ্রাই এ ডি সি ভিলেজের অন্তর্গত রুপিনি পাড়া এলাকায়। পর্যাপ্ত জল পেয়ে ক্ষেতে ট্রাকটার দিয়ে হাল দিতে দেখা গেল।
যদিও আগেকার মত বলদ দিয়ে হাল দিতে দেখা যায় না বললেই চলে। কারন এখন বিজ্ঞানের যুগে বলদের সংখাও কমে গেছে। এত দিন জল ছিল না। এখন বৃষ্টি হয়েছে। ফসল ভাল হবে। কৃষক পরিবারের এক সদস্য জানায় তাদের আয়ের উৎস হল কৃষিকাজ।
এ দিয়েই সংসারের ভরন পোষণ। সে আবার কলেজে পড়া ছাত্র। এখন কলেজের রেগুলার পড়াশোনা বন্ধ থাকায় পরিবারের অন্যান্যদের সাথে হাত লাগাচ্ছে এই কাজে। সত্যি আমাদের দেশ ভারতবর্ষ ধন ধান্যে পুষ্পে ভরা। আমাদেরই বসুন্ধরা সত্যিই অপূর্ব সুন্দর।