তখনই একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ছিটকে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। আইজএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পথদুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই চিকিৎসক মহল সহ রাজধানী আগরতলা শহরে গভীর শোকের ছায়া নেমে আসে। অবশ্য গাড়িটি আটক করতে পারেনি পুলিশ।
চিকিৎসকের মৃত্যুতে তার পরিবারের লোকজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য করোনা পরিস্থিতিতে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও একাংশের যানবাহন বেপরোয়াভাবে চলাচল করছে। তাতেই এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে।