স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জুন।। ১৪জুন বিশ্ব রক্তদাতা দিবস। এ উপলক্ষে আগরতলার আই জি এম হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানী আগরতলা শহরের আইজিএম হাসপাতালে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস সহ অন্যান্যরা। শিবিরে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে যখন রক্তের ঘাটতি দেখা দিয়েছে ঠিক সেই সময়ে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদান শিবির খবর তাৎপর্যপূর্ণ।
পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ সাহা বলেন, এ ধরনের রক্তদান শিবির এর ফলে উপকৃত হবেন। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত কর্মীরা স্বাস্থ্যপরিসেবা প্রদানের পাশাপাশি এ ধরনের রক্তদান শিবিরে অংশগ্রহণ করায় প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনেও স্বাস্থ্যকর্মীদের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশীষ দাস জানিয়েছেন।