অনলাইন ডেস্ক, ১৪ জুন।। ইউরো কাপে অভিষেক ম্যাচ খেলতে নামা নর্থ মেসিডোনিয়া পিছিয়ে পড়েও সমতায় ফিরল। তবে শেষ রক্ষা হয়নি। তাদের হারিয়ে আসরের ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিল অস্ট্রিয়া। রবিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে মেসিডোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া।
অবশ্য এ ম্যাচে ফেভারিট ছিল অস্ট্রিয়াই। ম্যাচের শুরু থেকেই তারা আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তারা। ১৮ মিনিটে স্টিফান লাইনারের গোলে এগিয়েও যায় দলটি।
তবে সেই লিড অস্ট্রিয়া বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। অস্ট্রিয়ার গোলের দশ মিনিটের মধ্যেই সমতা ফেরান নর্থ মেসিডোনিয়ার গোরান পানদেভ।
পরে গোলের ব্যবধান বাড়ানোর অনেক চেষ্টা করেছে অস্ট্রিয়া। কিন্তু মেসিডোনিয়ার গোলরক্ষক স্টোলে দিমিত্রিএভস্কির কাছে বারবার পরাস্ত হয়েছে। প্রথমার্ধ ১-১ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ফের গোলের জন্য মরিয়া হয়ে উঠে অস্ট্রিয়া। তবে দ্বিতীয়ার্ধে গোল আসে ৭৮ মিনিটে।
তাও বদলি নামা দুই ফুটবলারের সৌজন্যে। মাইকেল গ্রেগোরিচ ২-১ করেন। এর পর ৮৯ মিনিটে মার্কো আর্নাউতোভিচ প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
অস্ট্রিয়া তাদের পরের ম্যাচ খেলবে শুক্রবার, ফেভারিট নেদারল্যান্ডসের বিরুদ্ধে। যারা এদিন ৩-২ গোলে হারিয়েছে ইউক্রেনকে। আর বৃহস্পতিবার নর্থ মেডিসোনিয়া মুখোমুখি হবে ইউক্রেনের।