অনলাইন ডেস্ক, ১৪ জুন।। করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তদের বিছানার চাদর, বালিশ থেকে সংক্রমণ তেমন ছড়ায় না। এমনকি মেঝেতে করোনা থাকলেও, সেখান থেকে সংক্রমণ অনেক কম।
সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগো স্কুল অব মেডিসিনের গবেষকরা এমনটা দাবি করেছেন। খবর: আনন্দবাজার।
গবেষণায় দাবি করা হয়, স্পর্শ বা কোনো তল থেকে এই ভাইরাসে ব্যাপক হারে ছড়ায় না। মুখ থেকে বেরিয়ে আসা বাষ্পের মাধ্যমেই এর সংক্রমণ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
এমনকি স্বাস্থ্যবিধি মেনে, যথাযথভাবে সাবধান হয়ে যেসব স্বাস্থ্যকর্মীরা কভিড রোগীদের পরিচর্যা করেছেন, তাদের শরীরেও এই ভাইরাসের সংক্রমণের হার অত্যন্ত কম।
এদিকে গবেষকরা করোনাভাইরাসের সঙ্গে আরও একটি জীবাণু বা ‘মাইক্রোবস’র সম্পর্ক খুঁজে পেয়েছেন। এই ভাইরাসের সংক্রমণ হলে বহু ক্ষেত্রেই রোগীর শরীরে ওই জীবাণুটিও বাসা বাঁধে। আর এটিই হৃদরোগের অন্যতম কারণ।
করোনায় আক্রান্ত হলে বহু রোগীরই পরবর্তী সময়ে হৃদরোগের আশঙ্কা দেখা দিচ্ছে। এই নির্দিষ্ট জীবাণুটি সম্পর্কে ভবিষ্যতে আরও বেশি করে জানা গেলে হৃদরোগের আশঙ্কা কামোনো যাবে বলে আশা করছে গবেষকরা।