কোপা আমেরিকার আরেকটি দলে এবার করোনাভাইরাসের সংক্রমণ হানা দিয়েছে

অনলাইন ডেস্ক, ১৪ জুন।। কোপা আমেরিকার আরেকটি দলে এবার করোনাভাইরাসের সংক্রমণ হানা দিয়েছে। ইএসপিএন ফুটবল জানিয়েছে, কলম্বিয়ার দুই সদস্যের কভিড-১৯ পজিটিভ এসেছে রবিবার।

টুর্নামেন্টটিতে অংশ নেয়া মোট তিনটি দলে করোনার সংক্রমণ দেখা দিল। এর আগে শনিবার ভেনেজুয়েলার আটজনের করোনা দেখা দেয়। পরে বলিভিয়ার আরও তিনজনের রোগটি ধরে পড়ে।

এবার শেষ মুহূর্তে এসে কোপা আমেরিকার আয়োজক হিসেবে বেছে নেওয়া হয় ব্রাজিলকে। প্রতিযোগিতাটির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল এবারের আসর। তবে কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলায় সেখান থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়।

আর্জেন্টিনা চেয়েছিল এককভাবে আয়োজন করতে। কিন্তু দেশটির করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকেও সরিয়ে নেওয়া হয়। ব্রাজিলের পরিস্থিতিও খারাপ। কিন্তু তারপরও দেশটিতে আসর চলছে।

সোমবার বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর করে স্বাগতিক ব্রাজিল। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-০ গোলে জয় পেয়েছেন নেইমাররা।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের ২৩ মিনিটে তিতের দলকে লিড এনে দেন পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস। খানিক বাদেই রিশার্লিসন জালে বল জড়ালেও অফসাইডে ছিলেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ৬৪ মিনিটে স্পটকিক থেকে ২-০ করেন নেইমার। শেষ দিকে পিএসজি ফরোয়ার্ডের এসিস্টে জাল খুঁজে নেন গাব্রিয়েল বারবোসা। তাতেই বড় জয় নিশ্চিত হয়ে তিতের দলের।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?