স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৪ জুন।। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে ধলাই জেলার আমবাসা কৃষি মহকুমার আমবাসা ব্লক ও আমবাসা আরবান এলাকার ৫ হাজার ৩১৩ জন কৃষকের নাম নথিভুক্ত করা হয়েছে। এই প্রকল্পে প্রত্যেক কৃষক প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে বছরে ৬ হাজার টাকা করে সহায়তা পাচ্ছেন। প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত আমবাসা ব্লকের ৫ হাজার ২১ জন কৃষক প্রথম কিস্তির টাকা ২ হাজার টাকা করে ১ কোটি ৪২ হাজার টাকা পেয়েছেন। দ্বিতীয় কিস্তির ২ হাজার টাকা করে ৫ হাজার ৩৬ জন ১ কোটি ৭২ হাজার টাকা পেয়েছেন।
তৃতীয় কিস্তির ২ হাজার টাকা করে ৪ হাজার ৮৭৯ জন কৃষক ৯৭ লক্ষ ৫৮ হাজার টাকা পেয়েছেন। দ্বিতীয় বর্ষে প্রথম কিস্তির ২ হাজার টাকা করে ৪ হাজার ৬৩১ জন ৯২ লক্ষ ৬২ হাজার টাকা পেয়েছেন। দ্বিতীয় কিস্তির ২ হাজার টাকা করে ৪ হাজার ৪৮৭ জন পেয়েছেন ৮৯ লক্ষ ৭৪ হাজার টাকা। তৃতীয় কিস্তির ২ হাজার টাকা করে ৪ হাজার ২১২ জন পেয়েছেন ৮৪ লক্ষ ২৪ হাজার টাকা। তৃতীয় বছরে প্রথম কিস্তির ২ হাজার টাকা করে ৪ হাজার ১১৮ জন পেয়েছেন ৮২ লক্ষ ৩৬ হাজার টাকা। এছাড়া দ্বিতীয় কিস্তির ২ হাজার টাকা করে ২ হাজার ৮০৯ জন ৫৬ লক্ষ ১৮ হাজার টাকা ৮০৯ জন ৫৬ লক্ষ ১৮ হাজার টাকা পাচ্ছেন।
এই প্রকল্পে আমবাসা আরবান এলাকার ১৪৬ জন কৃষক ২ হাজার টাকা করে প্রথম কিস্তির ২ লক্ষ ৯২ হাজার টাকা পেয়েছেন। দ্বিতীয় কিস্তির টাকা ১৪৬ জন ২ লক্ষ ৯২ হাজার টাকা পেয়েছেন। তৃতীয় কিস্তির টাকা ২ হাজার টাকা করে ১৪৫ জন ২ লক্ষ ৯০ হাজার টাকা পেয়েছেন। দ্বিতীয় বর্ষে প্রথম কিস্তির টাকা ২ হাজার করে ১৪৪ জন ২ লক্ষ ৮৮ হাজার টাকা পেয়েছেন। দ্বিতীয় কিস্তির টাকা ১৪৪ জন ২ হাজার টাকা করে ২ লক্ষ ৮৮ হাজার টাকা পেয়েছেন। তৃতীয় কিস্তির টাকা ১৪২ জন ২ হাজার টাকা করে ২ লক্ষ ৮৪ হাজার টাকা পেয়েছেন। তৃতীয় বর্ষে প্রথম কিস্তির টাকা ১৪০ জন ২ হাজার করে ২ লক্ষ ৮০ হাজার টাকা পেয়েছেন। এছাড়া দ্বিতীয় কিস্তির টাকা ১০৪ জন ২ হাজার টাকা করে ২ লক্ষ ৮ হাজার টাকা পাচ্ছেন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ধলাই জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপঅধিকর্তা সৌমেন নন্দী এই সংবাদ জানান।