অনলাইন ডেস্ক,১২ জুন।। ২০২০/২১ মৌসুমের মাঠের কাজ শেষ। এবার মাঠের বাইরের কাজে নেমে পড়েছেন সাদিও মানে। দানশীল ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী হিসেবে তার খ্যাতি আছে। এবার আরেকটি জনকল্যাণমূলক কাজে নেমে পড়েছেন লিভারপুলের সেনেগালিজ ফরোয়ার্ড।
নিজের শহর বাম্বালিতে একটি হাসপাতাল নির্মাণের প্রজেক্টে সেনেগালের সরকারের সঙ্গে কাজে নেমে পড়েছেন সাদিও মানে। এই হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সলের সঙ্গে সাক্ষাৎ করেন লিভারপুল তারকা।
খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে সেনেগাল সরকারই। নিজেদের অফিশিয়াল টুইটার পেজে প্রেসিডেন্ট সল ও মানের বৈঠকের কয়েকটি ছবি পোস্ট করে হাসপাতাল নির্মাণের পরিকল্পনার বিষয়টি জানানো হয়।