অনলাইন ডেস্ক,১২ জুন।। ইউরো কাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে গ্যারেথ বেলদের ওয়েলস। শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচটি ১-১ ড্র হয়। আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচজুড়েই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে সুইজারল্যান্ড।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রিল এমবোলে এগিয়ে দেন সুইজারল্যান্ডকে। ম্যাচের ৭৪ মিনিটে ওয়েলসের পক্ষে সমতাসূচক গোল করেন কিফার মুর। বাকি সময়ও প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলেছে সুইসরা। ৮৫ মিনিটে মারিও গ্যাভ্রানোভিচ ওয়েলসের জালে বলও পাঠান। কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজান। ভিএআরেও যে সিদ্ধান্ত ঠিক থাকে।
এরপর কোনো দল গোল না পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এই প্রথম দল দুটির কোনো ম্যাচ ড্র হলো। আগের চার দেখায় তিনবার জিতেছিল সুইজারল্যান্ড, একবার ওয়েলস। একই গ্রুপে আগের দিন আসরের উদ্বোধনী ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছিল ইতালি।
৩ পয়েন্ট নিয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আছে টেবিলের শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ওয়েলস ও সুইজারল্যান্ড। আর তুরস্ক আছে চারে। বুধবার নিজেদের পরের ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে ওয়েলস। একই দিন সুইজারল্যান্ডের প্রতিপক্ষ ইতালি।