স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ জুন।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন লঙ্কামুড়া এলাকা নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকার মহিলা ও পুরুষ মহিলা থানা ঘেরাও করে শনিবার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন।
লঙ্কামুড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ চলছে ন্যাশনাল রমরমা বাণিজ্য।
তাতে অতিষ্ঠ এলাকার মানুষজন। পুলিশকে জানিয়েও কোন প্রতিকার মিলছে না। শনিবার লঙ্কামুড়া এলাকার যুবক-যুবতী ও মা বোনেরা আগরতলা পশ্চিম থানা ঘেরাও করে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করেন। প্রতিবাদ-বিক্ষোভের রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে আগরতলা পশ্চিম মহিলা থানা এলাকা। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছেন।
তারা অভিযোগ করেন নেশা কারবারিদের নামধাম উল্লেখ করে পুলিশের কাছে অভিযোগ করার পরও পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে না। এলাকাবাসী নেশা কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।নেশার কবলে পড়ে এলাকার যুব সমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে।
পারিবারিক অশান্তি বাড়ছে। পরিবারের কর্তাদের একাংশ রোজগারের বেশিরভাগ অর্থ নেশার কবলে পড়ে গচ্ছা দিচ্ছে। স্ত্রী সন্তানদের জন্য প্রয়োজনীয় সামগ্রী ঘরে আনতে পারছে না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগাতে পারছে না। তাতে সাংসারিক জীবনে অশান্তি দিনের পর দিন বাড়ছে।
উদ্ভূত পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে এই এলাকার মানুষজন শনিবার আগরতলা ওয়েদার পশ্চিম থানা ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এবং এলাকাকে নেশা মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। এলাকাবাসী নেশাখোর এবং নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সব ধরনের সহযোগিতা করবেন বলে পুলিশকে প্রতিশ্রুতি দিয়েছেন।
এখন দেখার বিষয় এলাকাবাসীর কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর পুলিশ নেশা কারবারি ও নেশাখোরদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এলাকাবাসী আইন হাতে তুলে নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।