যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন জাহিদ কুরাইশি

অনলাইন ডেস্ক, ১১ জুন।। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন জাহিদ কুরাইশি। সিএনবিসি লিখেছে, দেশটির ২৪৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ফেডারেল বিচারক হলেন। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সিনেটে ৮১-১৬ ভোটে নিউ জার্সির ডিসট্রিক্ট জাজ নির্বাচিত হন তিনি। পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ নিউইয়র্ক সিটিতে জন্ম গ্রহণ করেন।

বড় হয়েছেন নিউ জার্সিতে। ২০১১ সালের দিকে একটি ল ফার্মে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ২০১১ সালের সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর সেনাবাহিনীতে নিয়োগ পান। সরকারি আইনজীবী হিসেবে সেই তার পথচলা শুরু। যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় বৈচিত্র্য আনতে গত মার্চে কুরাইশের সঙ্গে আরও ১০ জন বিচারককে মনোনীত করা হয়েছিল, যাদের মধ্যে ছিলেন নারী, কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান নাগরিক।

এর আগে মঙ্গলবার নিউ জার্সি ও কলোরাডোর বেঞ্চের জন্যও বাইডেন মনোনীত বিচারকদের নিয়োগ অনুমোদন করে সিনেট। কুরাইশির বাবা নিসার ১৯৭০ সালে পাকিস্তান থেকে নিউইয়র্ক যান। দেশটিতে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নিসার ছেলের এই অর্জন অল্প কিছুদিনের জন্য দেখে যেতে পারলেন না। করোনায় আক্রান্ত হয়ে গত বছর এপ্রিলে তিনি মৃত্যুবরণ করেন। করোনায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত তৃণমূল অঞ্চলের মানুষকে চিকিৎসা দিয়েছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?