অনলাইন ডেস্ক, ১১ জুন।। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
কিন্তু দুই প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি ও আরনিক নরকিয়ার বোলিং তোপে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয় ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন জ্যাসন হোল্ডার।
এছাড়া ব্রাথওয়েট ১৫, শাই হোপ ১৫, বোনার ১০, রোস্টন চেস ৮, মায়ের্স ১, ব্ল্যাকউড ১, কর্নওয়াল ১৩ ও কেমার রোচ ১ রান করেন। লুঙ্গি এনগিদি ১৯ রানে ৫ উইকেট নেন। ৩৫ রানে ৪ উইকেট দখল করেন নরকিয়া। ২৪ রানে ১ উইকেট নিয়েছেন কাগিজো রাবাদা।