অনলাইন ডেস্ক, ১১ জুন।। শিখর ধাওয়ানকে অধিনায়ক করে জুলাইয়ের শ্রীলঙ্কা সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০ সদস্যের দলে ৬জন রয়েছেন একেবারেই তরুণ, যারা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। বিরাট কোহলি, রোহিত শর্মাসহ ভারতের শীর্ষ ক্রিকেটাররা এখন ইংল্যান্ডে অবস্থান করছেন।
সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। শ্রীলঙ্কায় তাই আলাদা একটি দল পাঠাচ্ছে বিসিসিআই। স্বাভাবিকভাবেই সেখানে তারুণ্যের ছড়াছাড়ি। কোহলি, রোহিতের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে ধাওয়ানের নেতৃত্ব পাওয়াটা অনুমিতই ছিল। সহ-অধিনায়ক করা হয়েছে ভুবনেশ্বর কুমারকে। দুজনই সাদা বলে ভারতের নিয়মিত সদস্য তো বটেই, বিশ্বের অন্য তমসেরা।
আইপিএলের একঝাঁক তরুণ তুর্কিকে সুযোগ করে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা সফরের দলে। কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলের ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীও।
যদিও এর আগে দুবার তিনি জাতীয় স্কোয়াডে ডাক পেয়েও ফিটনেস টেস্টে পাশ করতে না পারায় ছিটকে গিয়েছিলেন। বিজয় হাজারে ট্রফি ও আইপিএলে দুরন্ত ফর্মে থাকা দেবদূত পাডিক্কাল ডাক পেয়েছেন ভারতীয় দলে। পৃথ্বী শ ফের দলে ফিরেছেন। তার মতো মিডল অর্ডার ব্যাটসম্যান মণীশ পান্ডে ও উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনও ফিরেছেন।