ফরাসি ওপেনে মেয়েদের এককের ফাইনালে উঠেছেন রাশিয়ার আনাস্তাসিয়া ও ক্রেইচিকোভা

অনলাইন ডেস্ক, ১১ জুন।। ফরাসি ওপেনে মেয়েদের এককের ফাইনালে উঠেছেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা ও চেক রিপাবলিকের বারবোরা ক্রেইচিকোভা। শনিবার শিরোপা লড়াইয়ে নামবেন তারা।

বৃহস্পতিবার রোলাঁ গাঁরোয় সেমিফাইনালে স্লোভেনিয়ার তামারা জিদানসেককে ৭-৫, ৬-৩ গেমে হারান ২৯ বছর বয়সী পাভলিউচেনকোভা। আরেক সেমিফাইনালে দুর্দান্ত লড়াই উপহার দেন গ্রিসের মারিয়া সাকারি ও ক্রেইচিকোভা। তিন ঘণ্টা স্থায়ী রোমাঞ্চকর ম্যাচে ৭-৫, ৪-৬, ৯-৭ গেমে জেতেন ২৫ বছর বয়সী ক্রেইচিকোভা। চার জনই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেছিলেন।

স্বাভাবিকভাবে তাই প্রথমবার ফাইনালে খেলবেন পাভলিউচেনকোভা ও ক্রেইচিকোভা। অর্থাৎ ফরাসি ওপেন পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?