হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার

অনলাইন ডেস্ক, ১১ জুন।। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। শুক্রবার দুপুরে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। দিলীপ কুমারের টুইটার থেকে বর্ষীয়ান এই অভিনেতার স্বাস্থ্যের আপডেট দিয়েছেন তার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ফইজল ফারুকি।

তিনি জানান, “আপনাদের সকলের ভালোবাসা আর প্রার্থনায় দিলীপ সাহেব হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন। ঈশ্বর এবং হিন্দুজা হাসপাতালের সমস্ত চিকিৎসককে অনেক ধন্যবাদ।” শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৬ জুন সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিলো দিলীপ কুমারকে। দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি।

ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্রে দেখা গেছে তাকে। দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’।

তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি চলচ্চিত্র। সবশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি। ১৯৯১ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। ২০১৬ সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পান দিলীপ কুমার।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?