জি-৭ নেতারা বিশ্বব্যাপী সরবরাহের জন্য অন্তত ১০০ কোটি ডোজ টিকা উৎপাদনে অর্থ সহায়তা দেবে

অনলাইন ডেস্ক, ১১ জুন।। অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর জোট জি-৭ বৈঠকে নেতারা বিশ্বব্যাপী কভিড-১৯ টিকা সরবরাহের জন্য অন্তত ১০০ কোটি ডোজ টিকা উৎপাদনে অর্থ সহায়তা দেবে। যুক্তরাজ্যে তিন দিনব্যাপী এই বৈঠক শুরুর প্রাক্কালে ডাউনিং স্ট্রিট বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

বিশ্বের ৯২টি দরিদ্র ও নিম্ন-মধ্যম আয়ের দেশে যুক্তরাষ্ট্রের ৫০০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহের কথা জানানোর পরে এই ঘোষণা দেওয়া হয়। যুক্তরাজ্যের উদ্যোগে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে অর্থনৈতিক শক্তিধর সাতটি দেশের নেতারা এই বৈঠকে মিলিত হচ্ছেন। বৈঠকের প্রাক্কালে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাঁচ মিলিয়ন ডোজ সরবরাহসহ আগামী বছরে অতিরিক্ত অন্তত ১০০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে।

স্বল্পোন্নত দেশগুলোর সঙ্গে কভিড-১৯ টিকা ভাগ করে নেওয়ার ধনী দেশগুলোর অঙ্গীকার অনুযায়ী প্রচেষ্টা জোরদারে দাতব্য সংস্থাগুলোর ‘টিকা বৈষম্য’ দূর করার ক্রমবর্ধমান আহ্বানের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হলো। দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহে ব্যর্থতার অভিযোগের মুখে ব্রিটেন ৪০০ মিলিয়ন ডোজের বেশি টিকা সরবরাহের ঘোষণা দিয়েছে। দুই বছরের বেশি সময় ব্যবধানে অনুষ্ঠিত সাতটি ধনী দেশের এই সম্মেলনের প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই অঙ্গীকার ঘোষণা করেছেন, শিগগিরই এই পরিস্থিতি বদলাবে।

তিনি বলেন, ‘ইউকে ভ্যাকসিন প্রোগ্রাম বর্তমানে যে অবস্থার রয়েছে তাতে উদ্বৃত্ত ভ্যাকসিন সরবরাহ সম্ভব হবে। যে সব দেশের প্রয়োজন হবে, সেখানে আমরা ভ্যাকসিন সরবরাহ করবো। আমি আশা করবো, জি-৭ অন্য নেতারাও একই ঘোষণা দেবে।’ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানায়, ‘সম্মেলনের বিশ্ব নেতারা এই ঘোষণায় সম্মত হয়েছেন যে, তারা অন্তত ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ ও উৎপাদনে অর্থসহায়তা দেবেন।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?