স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১১ জানুয়ারি।। ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তর দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিনগরের হিচাছড়াস্থিত টি এস আর ৯নং ব্যাটেলিয়ন দ্বারা ছোট অস্ত্র নিয়ে ফায়ারিং অনুশীলনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
হিচাছড়ায় টি এস আর ৯নং ব্যাটেলিয়নের প্রধান কার্যালয়ের জন্য যে ফায়ারিং রেঞ্জ ঠিক হয়েছে তা হল দক্ষিণ হিচাছড়া ১০৪২-৪/৩৬ খতিয়ানের ৩৭০৪/৪২০৭ প্লটের লুঙ্গা জমি।
এব্যাপারে যদি কারো কোন আপত্তি থাকে তা এই বিজ্ঞপ্তি প্রকাশের দু’মাসের মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়াতে জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ে অথবা শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে জানাতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তি প্রকাশের দু’মাস পর থেকে ফায়ারিং রেঞ্জে জওয়ানদের অনুশীলন শুরু হবে।