অনলাইন ডেস্ক, ১১ জুন।। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সংগ্রাম করতে হলো ইংল্যান্ডকে। টস জিতে ব্যাট করতে নামা দলটা কিউই বোলারদের তোপে বেশ বিপাকেই পড়ে। ররি বার্নস ও ড্যান লরেন্সের লড়াকু ইনিংসে প্রথম দিন পার করেছে দলটি।
বৃহস্পতিবার এজবাস্টনে শুরু হওয়া টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২৫৮। ওপেনার বার্নস ৮১ রান করেন। ৬৭ রানে অপরাজিত আছেন ছয় নম্বরে খেলতে নামা লরেন্স। এক পর্যায়ে ১৭৫ রানে ৬ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।
যদিও শুরুটা মন্দ ছিল না দলটির। ওপেনিং জুটিতে ৭২ রান তোলে ইংল্যান্ড। তবে ডমিনিক সিবলি ব্যক্তিগত ৩৫ রানে আউট হওয়ার পরেই ধস নামে ইংল্যান্ডের টপ ও মিডল অর্ডারে। রানের খাতা খুলতে পারেননি জ্যাক ক্রাউলি।
৪ রান করে সাজঘরে ফেরেন জো রুট। ১৯ রান করে ক্রিজ ছাড়েন ওলি পোপ। পরে ররি বার্নস ও ড্যান লরেন্সের ব্যাটে মান বাঁচে স্বাগতিকদের। প্রথম দিনে কিউইদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও এজাজ প্যাটেল। দুই দলের সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়।