অনলাইন ডেস্ক, ১১ জুন।। দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন দুই অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টইনিস। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকায় ১০০ বলের এই উদ্বোধনী আসরে খেলা হচ্ছে না তাদের।
জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অজিরা। এরপর আগস্টে তারা আসবে বাংলাদেশে। এই দুই আন্তর্জাতিক সফরের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন ওয়ার্নার-স্টইনিস।
দ্য হান্ডেড-এ ওয়ার্নার-স্টইনিসের নাম প্রত্যাহার প্রসঙ্গে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, ‘ডেভিড ও মার্কাসের মতো দুজন দক্ষ খেলোয়াড়কে হারানো নিঃসন্দেহে হতাশাজনক।’ ৩৪ বছর বয়সী ওপেনার ওয়ার্নারকে এক লাখ পাউন্ড এবং ৩১ বছর বয়সী অলরাউন্ডার স্টইনিসের সঙ্গে ৮০ হাজার পাউন্ডে চুক্তি করা হয়েছিল।