অনলাইন ডেস্ক, ১০ জুন।। স্ত্রী শিক্ষিকা হলে কী কী হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখে সেটি বুঝে নিতে পারেন। বুধবার ইংল্যান্ডের একটি অনুষ্ঠানে গিয়ে মনযোগ হারানোয় স্ত্রীর বকুনি খেতে হয়েছে তাকে! ফক্স নিউজের একটি ভিডিওতে দেখা গেছে, ফার্স্ট লেডি জিল ব্রিটেনের সেনাবাহিনী সদস্যদের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় বাইডেন পেছন তাকিয়ে কথা বলছেন।
হঠাৎ প্রেসিডেন্টকে তিনি বলে ওঠেন, ‘জো, এদিকে মনযোগ দাও।’ ‘রসিক’ বাইডেনও কম যান না। শিক্ষিকা স্ত্রীর আদেশ পেয়ে তাকে স্যালুট দিয়ে ‘ভদ্রছেলের’ মতো দাঁড়িয়ে পড়েন। স্বামীকে ‘বাধ্যছেলের’ মতো আচরণ করতে দেখে জিল হেসে ওঠেন।
বাইডেন জি৭ সম্মেলনে অংশ নিতে ব্রিটেনে গেছেন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে শুরু করে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করার কথা তার। প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম রাষ্ট্রীয় সফরে গেলেন তিনি।
বাইডেন এদিন সংবাদ সম্মেলনে রাশিয়ার বিষয়ে কথা বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব চাই না। আমরা স্থিতিশীল সম্পর্ক চাই। কিন্তু আমার কথা পরিষ্কার: রাশিয়া কোনো ক্ষতিকর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে যুক্তরাষ্ট্র শক্ত এবং অর্থপূর্ণ উপায়ে জবাব দেবে।’