অনলাইন ডেস্ক, ১০ জুন।। বহুল আলোচিত ইউরোপিয়ান সুপার লিগ চালুর প্রচেষ্টায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্তাসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কার্যক্রম স্থগিত করেছে উয়েফা। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা থেকে বেরিয়ে শীর্ষ ১২টি ক্লাব ‘সুপার লিগ’ নামে নতুন একটি প্রতিযোগিতা আয়োজনে তৎপর হয়ে উঠেছিল।
পরে ক্লাবের সমর্থক, খেলোয়াড় ও কোচদের চাপের মুখে একে একে সেখান থেকে বেরিয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যাম, ইন্তার মিলান, এসি মিলান ও আতলেতিকো মাদ্রিদ।
কিন্তু রিয়াল, বার্সা ও জুভেন্তাস সুপার লিগ নামের এই আসর থেকে আনুষ্ঠানিকভাবে সড়ে যায়নি। যে কারণে উয়েফার শৃঙ্খলা কমিটি মে মাসে তাদের বিরুদ্ধে তদন্তে নামে। আপাতত যা থেকে মুক্তি মিলছে ক্লাব তিনটির।
এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উয়েফা আপিল বিভাগ এই কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ’