স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১০ জুন।। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শাসক দলের কিষান মোর্চার নেতার হাতে আক্রান্ত সাংবাদিক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।বৃহস্পতিবার শান্তির বাজার কমিউনিটি হল সম্পর্কিত সংবাদ সংগ্রহ করতে যায় স্থানীয় সাংবাদিক রাহুল সাহা।
জানা যায়, অনেক বছর ধরে ভগ্ন দশায় পড়ে রয়েছে শান্তির বাজার কমিউনিটি হল। শান্তিরবাজার মহকুমা হওয়া সত্বেও শান্তিরবাজারে নেই কোনো টাউনহল। বাম আমলের গড়ে দেওয়া কমিউনিটি হলেই সমস্ত অনুষ্ঠান করতে হয় । এরই মধ্যে কমিউনিটি হলটি ভগ্নদশায় পরিনত হয়েছে। সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।
অনুষ্ঠান চলাকালিন সময় হলের মধ্যে উপস্থিত লোকজনেরা আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হয়। হলের উপরের ছাউনি যে কোনো সময় ভেঙ্গে পরতে পারে লোকজনের উপর। অপরদিকে, বর্ষাকালে হলের মধ্যে কোনো প্রকার অনুষ্ঠান করা সম্ভব হয়না। হলের ভেতরে বৃষ্টির জল পরার ফলে সকলকে অসুবিধার সন্মুখিন হতে হয়।
কমিউনিটি হলের এই ভগ্ন দশার সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে উপস্থিত বিজেপির কৃষান মোর্চার শান্তির বাজারের মন্ডল সভাপিত দিব্যেন্দু চৌঁধুরী সংবাদ সংগ্রহে বাঁধা দেয়। পরবর্তী সময় সাংবাদিক রাহুল সাহার উপর আক্রমন করে কৃষান মোর্চার মন্ডল সভাপতি। সাংবাদিক রাহুল সাহার মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ফুটেজ ডিলিট করে দেয় কৃষান মোর্চার মন্ডল সভাপতি।
সাংবাদিক রাহুল সাহাকে প্রানে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।সংবাদ সংগ্রহ করতে গিয়ে শান্তির বাজারে ফের সাংবাদিক আক্রান্ত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।