অনলাইন ডেস্ক, ১০ জুন।। আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিলের খেলোয়াড়দের অংশগ্রহণের শঙ্কা কেটে গেছে। নেইমার- কাসেমিরোরা জানিয়েছেন, আসর বয়কট করছেন না তারা।
করোনা পরিস্থিতির কারণে নিজ দেশে কোপা আয়োজন নিয়ে অসন্তুষ্ট ছিলেন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। অবশ্য এবারের কোপার আয়োজক ছিল আর্জেন্টিনা-কলম্বিয়া।
কিন্তু অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার কারণে কলম্বিয়া সরে দাঁড়ায়। আর্জেন্টিনা আয়োজনে রাজি থাকলেও দেশটিতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় তা স্থানান্তরিত করে ব্রাজিলে নেওয়া হয়। কিন্তু দক্ষিণ আমেরিকার যে কয়টা দেশে করোনায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার একটি হলো ব্রাজিল।
এমন অবস্থায় কাসেমিরোরা কোপা আয়োজনের বিষয়ে অসন্তুষ্টি জানান। তবে আসরে তাদের অংশগ্রহণ নিয়ে সংশয় আর থাকছে না। অবশ্য কোপার ভবিষ্যৎ এখন নির্ভর করছে ব্রাজিলের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর।
এই শঙ্কার মধ্যে ২৪ সদস্যের ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন কোচ তিতে। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের দলে মাত্র একটি পরিবর্তন এসেছে। ফিরেছেন চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী ডিফেন্ডার থিয়াগো সিলভা।
দানি আলভেসের জায়গায় ডাক পেয়েছেন বার্সেলোনার এমারসন। রবিবার মানে গারিঞ্চায় ক্লোজড ডোর বা দর্শকহীন স্টেডিয়ামে কোপা অভিযান শুরু করবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা।
কোপা আমেরিকায় ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।
ডিফেন্ডার: এমারসন (বার্সেলোনা), দানিলো, অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি, ফেলিপে (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার সিটি), লুকাস পাকেতা (লিওঁ)।
ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।