স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১০ জুন।।তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিস সংলগ্ন পাবলিক লাইব্রেরী অনাদরে অবহেলায় ভগ্ন দশায় পরিণত হয়েছে। সবকিছু জেনেশুনে ও প্রশাসনের তরফ থেকে পাবলিক লাইব্রেরী সংস্কারের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তাতে ক্ষোভে ফুঁসছেন পুস্তক প্রেমিরা। পাবলিক লাইব্রেরী কঙ্কালসার অবস্থায় পরিণত।
তেলিয়ামুড়া পাবলিক লাইব্রেরীটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমান সমাজ ব্যবস্থায় উঠতি বয়সের যুবা যুবতিদের বিপথগামীতা রোধের জন্য একান্তই প্রয়োজন পাবলিক লাইব্রেরী। এতে মানব সমাজের মানসিক রসদ যোগায় রাশি রাশি তথ্য ভিত্তিক বই। লাইব্রেরী হল বিভিন্ন বইয়ের সম্ভার বা সংগ্রহশালা। এই নিরিখে পাবলিক লাইব্রেরির গুরুত্ব অপরিসীম।
তেলিয়ামুড়া পাবলিক লাইব্রেরী তেলিয়ামুড়া ডিসিএম অফিস কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। যা তেলিয়ামুড়া মহকুমা শাসকের সরকারি আবাস থেকে প্রায় ৩০ মিটারের মধ্যে। অথচ এই পাবলিক লাইব্রেরীর দৈন্য দশা ঘুচছে না। লাইব্রেরীতে গিয়ে প্রত্যক্ষ করা গেল লাইব্রেরীর ভিতরে যত্রতত্র স্থানে বৃষ্টির জল পড়ে বিভিন্ন তথ্য মূলক বই নষ্ট হচ্ছে।
অথচ এই লাইব্রেরীতে প্রায় ৯০০ এর উপরে পাঠক পাঠিকা আছেন যারা এই লাইব্রেরীতে এসে বিভিন্ন গল্পের বই পড়েন এবং জ্ঞান অর্জন করেন। যদিও বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ওই সব মানুষজনরা তেমনভাবে আগের মত আসেন না।
অথচ এই লাইব্রেরী ঘরের ভিতরের সিলিং গুলি বাঁদর ঝোলার মত খসে খসে পড়ছে। এই অফিসের একটি সূত্র থেকে জানা যায়, এই লাইব্রেরীর ইনচার্জ বর্তমানে দুই জায়গায় কাজ করছেন। ফলে তিনি নিত্যদিন এই লাইব্রেরীতে আসতেও পারছেন না।
লাইব্রেরীতে থাকা বিভিন্ন তথ্য ভিত্তিক গল্পের বই পড়ার মধ্য দিয়ে যেমন জ্ঞান অর্জন হয় ,তেমনি সমাজ ব্যবস্থায় বিপথগামীতাও হ্রাস পায় অনেকাংশে। তাই দৈনদশাগ্রস্ত তেলিয়ামুড়া পাবলিক লাইব্রেরীটির প্রতি প্রশাসন যাতে নজর দেয়়় সেই দাবি উঠেছে ।