স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১০ জুন।। ফের একবার জিরানিয়া চম্পকনগর থানাকে একপ্রকার ঘুমে রেখে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ির নাকা পয়েন্টে উদ্ধার লক্ষাধিক মূল্যের গাজা। এর পরেও কি বলা চলেনা গাজার রাজ্য ত্রিপুরাতে নেশা বিরোধী অভিযান শুধুমাত্র নামকে-ওয়াস্তে হয় বা নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গঠন একটা অলীক কল্পনা মাত্র।
ঠিক এই কথাটাই বর্তমানে খাটছে ত্রিপুরা রাজ্যের প্রতিটি মহকুমায় কোন না কোনদিন গাজা উদ্ধারের ঘটনায়। মুঙ্গিয়া বাড়ি থানাধীন এলাকা থেকে প্রচুর পরিমাণে গাঁজা ফেনসিডিল উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়িতে আটক গাজা আজ সাতসকালে।
জানা যায় প্রতিদিনের মতোই তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ির নাকা চেকিংয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ তল্লাশিতে বসে। আগরতলা থেকে বহি রাজ্যের যাওয়ার জন্য ডব্লিওবি৪১এফ৫১৬৮ নম্বরের একটি লরি থাকে ৫৩ প্যাকেট তথা ৭৩৬ কেজি যার বাজারমূল্য লক্ষাধিক টাকা আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ।
সেইসাথে গাড়ির চালক সীতারাম যাদব যার বাড়ি বিহার তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশ জানায় জিরানিয়া কলাবাগান চিত্র কোন এক জায়গা থেকে এই গাঁজা গুলি বহিঃরাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে পুলিশ এও জানায় এই গাঁজার আসল মালিক কে খুঁজে বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
তবে একথা বলা বাহুল্য যে প্রতিদিন কোথাও- না- কোথাও ত্রিপুরা রাজ্যের পুলিশ কিছু কিছু গাঁজা উদ্ধার করছে। এতে করে কি নেশা মুক্ত ত্রিপুরা গঠন করা সম্ভব?