রাস্তাঘাট দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে, সংস্কারের উদ্যোগ নেই

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ১০ জুন।। সাব্রুম নগর পঞ্চায়েতের ৯ নং ওয়ার্ডের কাঁঠালছড়ি বিএসএফ ক্যাম্পের সামনে থেকে বসাকপাড়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। সংস্কারের উদ্যোগ নেই। তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

সাব্রুম শহর লাগোয়া কাঁঠালছড়ি এলাকাটি গত ২০১০ সালে সাব্রুম নগর পঞ্চায়েত এর অন্তর্ভুক্ত হয়। কিন্তু এই এলাকাটির চেহারার কোনরূপ পরিবর্তন আজ‌ও হয়নি। যদিও তৎকালীন সময় এলাকাটি বরাবরই বাম বিরোধী এলাকা হিসেবে চিহ্নিত ছিল ।

সে কারণে তৎকালীন বাম সরকারের আমলে নগর পঞ্চায়েত এর অন্তর্ভুক্ত হলেও কোনরকম উন্নয়নমূলক কর্মকান্ড এখানে হয়নি। যার ফলে এই এলাকার ২০ থেকে ২৫ টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি। বহুকষ্টে পথ চলা চল করছেন এলাকার লোকজনরা।

এলাকারই এক যুবক আক্ষেপের সুরে জানায় ,যে ভোট আসলেই রাজনৈতিক দলের নেতারা এসে রাস্তাটি সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু ভোট ফুরোলেই তারা বেমালুম ভুলে যান তাদের প্রতিশ্রুতির কথা। যদিও নগর পঞ্চায়েত টি সিপিআইএমের দখলে রয়েছে ।

তারপরও ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতার পালাবদলের ফলে আশায় বুক বেধেছিল এই এলাকার লোকজন। তারা আশা করেছিলেন অন্তত তাদের চলাচলের একমাত্র রাস্তাটি এবার বোধ হয় মেরামত করে দেওয়া হবে। কিন্তু রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার সাড়ে তিন বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত চলাচলের রাস্তাটি সংস্কার করা হয়নি।

সুখা মরসুমে কোনক্রমে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারলেও বর্ষার সময় হেঁটে চলাচল করা কষ্টকর হয়ে ওঠে। এলাকায় যদি কোন ধরনের দুর্ঘটনা ঘটে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়িও সেখানে প্রবেশ করতে পারেনা। কোন বাড়িতে যদি কেউ অসুস্থ হন তাকে সেখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে কাল ঘাম ঝরাতে হয়।

এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘ ১১ বছর পূর্বে নগর পঞ্চায়েত এর অন্তর্ভুক্ত হওয়ার পরও এলাকার লোকজনদের চলাচলের একমাত্র রাস্তাটি এখনো সংস্কার করা হয়নি। এখন দেখার বিষয়, সাবরুম নগর পঞ্চায়েত এই এলাকার লোকজনদের যাতায়াতের সমস্যার সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?