অনলাইন ডেস্ক, ১০ জুন।। সামনের মাসে আদালতে ‘স্বামী’র মুখোমুখি হবেন নুসরাত জাহান। নিখিল জৈনের করা বিচ্ছেদের মামলার শুনানি হবে তখন।
তবে এ ঘটনার জটিল দিক হলো, দুজনের আইনি বিয়ে হয়নি। নিখিল মামলা প্রসঙ্গে বলেন, ‘‘যে দিন জানলাম, ফুসরত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারো সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি তাই অ্যানালমেন্টের মাধ্যমে আলাদা হবো। ’’
লম্বা সময় বিচ্ছেদ নিয়ে চুপ থাকার পর এক বিবৃতিতে নুসরাত বলেন, “আমি আর নিখিল লিভ ইন রিলেশনে ছিলাম। আইনের চোখে এটা বিয়েই নয়। ফলে বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। ” এর মাধ্যমে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য বুঝিয়ে দিলেন, আদালতে গিয়ে আলাদা করে বৈবাহিক সম্পর্ক ছেদ করার নিয়মপালনের প্রয়োজন অনুভব করছেন না তিনি।
এ দিকে অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, নিখিলের টাকায় চলছিল নুসরাতের পরিবারের অনেক খরচ। এমনকি আলাদা থাকলেও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করছেন নায়িকা। এত দিন একতরফা অভিযোগ শোনা গেলেও নুসরাত উসকে দিলেন কিছু প্রশ্ন। জানালেন, তার টাকা ব্যবহার করেছেন নিখিল।
যা দেখে মনে পারে, বিচ্ছেদের পেছনে টাকা-পয়সারও যোগ আছে। বিশেষ করে, বিয়ে অস্বীকার করে নুসরাত একপ্রকার খোরপোষ অস্বীকার করছেন।
এর আগে সংবাদমাধ্যমকে নিখিল জানিয়েছিলেন, নুসরাতের বোন নুজহাতের পড়াশোনার খরচ অনেক সময়ই তাকে বহন করতে হয়েছে। এমনকি নুসরাতের পরিবারকে নিজের পরিবার মনে করে অনেক সাহায্য করেছেন নিখিল। এর পাশাপাশি তিনি বলেছিলেন, ‘‘নুসরাত বহু দিন ধরে আমার ক্রেডিট কার্ড ব্যবহার করছে। ’’