অনলাইন ডেস্ক, ১০ জুন।। ইতালির মাত্তেও বেরাত্তিনিকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান তারকা শেষ চারে মুখোমুখি হবেন ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদালের।
এই নিয়ে ৪০তম বারের মতো গ্র্যান্ড স্ল্যামের সেমিতে উঠলেন জকোভিচ। ফ্রেঞ্চ ওপেন দিয়ে নাদালের বিপক্ষে ৫৮তম বারের মতো মুখোমুখি হবেন ৩৪ বছর বয়সী এই শীর্ষ বাছাই।
জকোভিচ শেষ আটে বেরাত্তিনিকে হারান ৬-৩, ৬-২, ৬-৭ (৫/৭) ও ৭-৫ গেমে। এই ম্যাচ দেখার জন্য প্রায় ৫ হাজার দর্শক ছিলেন রোঁলা গারোতে। এ জয়ে ১১তম বারের মতো ফ্রেঞ্চ ওপেনের সেমিতে উঠলেন জকোভিচ।
এর আগে ১৪তম বারের মতো ক্লে-কোর্টের সেমি নিশ্চিত করার পথে নাদাল ৬-৩, ৬-৪, ৬-৪ ও ৬-০ গেমে হারান আর্জেন্টিনার ডিয়েগো সোয়াৎর্জম্যানকে।