অনলাইন ডেস্ক, ১০ জুন।। মাউরিজিও সারিকে নিজেদের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব লাৎসিও। সারির অধীনে ২০১৯ সালে ইউরোপা লিগ জিতেছিল চেলসি। মাত্র এক মৌসুম স্টামফোর্ড ব্রিজে কাটিয়ে সেই বছর জুভেন্টাসে যোগ দেন তিনি।
কিন্তু তুরিনেও বেশি দিন স্থায়ী হয়নি সারির চাকরি। জুভদের সিরি’আ জেতালেও গত আগস্টে বরখাস্ত হন তিনি। মাত্র এক মৌসুম জুভদের কোচ হিসেবে ছিলেন সারি।
লাৎসিওতে সিমোনে ইনজাগির স্থলাভিষিক্ত হলেন ৬২ বছর বয়সী এই ইতালিয়ান কোচ। ইনজাগির অধীনে পাঁচ বছরে তিনটি শিরোপা জিতেছে লাৎসিও। এই ইতালিয়ান কোচ যোগ দিয়েছেন ইন্টার মিলানে।
সারির যোগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছে লাৎসিও। টুইটের সঙ্গে সিগারেটের এক ইমোজিও দিয়েছে ক্লাবটি। কেননা ম্যাচের সময় টাচলাইনে ধূমপানের জন্য খ্যাতি আছে সারির। তার ক্যারিয়ার দারুণ আকর্ষণপূর্ণ।
ব্যাংকার থেকে কোচিং ক্যারিয়ারে এসেছেন সারি। কোচিং ক্যারিয়ারের প্রথম দশকে ব্যাংকার থাকা অবস্থায় এক নিচু লেভেলের ইতালিয়ান ক্লাবের দায়িত্ব সামলান তিনি।
এরপর ২০০০ সালের শুরুতে পুরোপুরি কোচিংয়ে মনযোগ দেওয়ার জন্য চাকরি ছাড়েন। কিন্তু ২০১৩-১৪ মৌসুম পর্যন্ত সিরি’আর কোনো দলের দায়িত্ব পাননি। ৫৫ বছর বয়সে এম্পোলির হয়ে শীর্ষ লিগে যাত্রা শুরু সারির।
এরপর থেকে নাপোলি, চেলসি ও জুভেন্টাসের হয়ে এখন দায়িত্ব নিলেন লাৎসিওর। তবে কোনো ক্লাবেই দুই বা এক বছরের বেশি স্থায়ী হতে পারেনি সারি।