এবার সকলকে মুগ্ধ করতে আসছেন আরেক বৌদি, নাম তার মৌ বৌদি! দেখুন হট ভিডিও

অনলাইন ডেস্ক, ১০ জুন।। বৌদি কথাটি যতখানি সম্মানের হওয়া উচিত বর্তমান সমাজে বৌদি কথাটি ততোধিক অসম্মানের সঙ্গে উচ্চারিত করা হয়। বৌদিকে নিয়ে ভিডিও হোক অথবা সিনেমা, সেগুলি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন বহু পুরুষ।

দুপুর ঠাকুরপো ছিল এমনই একটি ওয়েব সিরিজ, যেটি যৌনতার সুরসুরি বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। স্বস্তিকা হোক অথবা মোনালিসা, উমা বৌদি হোক অথবা ঝুমা বৌদি, বৌদিদের এই বিবাহ-বহির্ভূত সম্পর্কে গা ভাসিয়ে দিয়ে ছিলেন বহু পুরুষ। এবার সকলকে মুগ্ধ করতে আসছেন আরেক বৌদি তার নাম, মৌ বৌদি।

হইচই আরো একবার বৌদি এবং দেওরের প্রেমের কাহিনী নিয়ে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ নিয়ে। এই ওয়েব সিরিজের নাম মৌচাক। ইতিমধ্যেই ছবির প্রথম দুটি পোস্টার রিলিজ হয়ে গেছে। নিসন্দেহে সেই পোস্টার দুটি সাড়া ফেলেছে সকলের মধ্যে। সম্প্রতি নিজের নতুন ওয়েব সিরিজ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন মৌ বৌদি খ্যাত মনামি ঘোষ

সংবাদমাধ্যমের সামনে নিজের নতুন চরিত্র নিয়ে খোলাখুলি কথা বললেন মৌ বৌদি ওরফে মনামি ঘোষ। নিজেকে কোনভাবেই উমা বৌদি অথবা ঝুমা বৌদির সঙ্গে তুলনা করতে নারাজ তিনি। ওমা অথবা ঝুমা বৌদির মতো একেবারে আদুরে অথবা ন্যাকা চরিত্র নয় মৌ বৌদি। অনেক সোজা সাপ্টা এবং কাঠখোট্টা এই চরিত্র।

তবে যৌন আবেদন যে সকলের মধ্যেই অনেকটা একই তা অস্বীকার করেননি তিনি। নির্মাতাদের যৌন আবেদন দিয়ে দর্শক টানার ক্ষেত্রে তিনি কোনো রকম বিতর্ক মন্তব্য করতে চাননি। তবে এটুকু অবশ্যই বলেছেন যে, তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি হলো এই মৌ বৌদির চরিত্র।

লটারি, টাকা পয়সা, পাড়াপড়শির ভূমিকা সবকিছু নিয়ে যেন একেবারে অন্যরকম গল্প এটি। অন্য সমস্ত অভিনেত্রীর মতোই তিনি নেটদুনিয়ায় বেশ সক্রিয় থাকতে পছন্দ করেন কিন্তু মাঝে মাঝেই সকলের কটাক্ষের শিকার হতে হয় তাকে। তবে সোশ্যাল মিডিয়ার ভালো দিকটি তুলে ধরতে বেশী স্বছন্দ বোধ করেন তিনি।

তবে নেট দুনিয়াতে বেশি ফলোয়ার্স থাকলেই যে কাজ পাওয়া যায় এই বিষয়ে একদমই সহমত পোষণ করেন না তিনি। নিজের যোগ্যতা থাকলে তবেই টলিউড বলিউড অথবা হলিউডের টিকিট থাকা যায় বলে মনে করেছেন মৌ বৌদি ওরফে মানামি ঘোষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?