স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ জুন।।বৃহস্পতিবার শ্যামলী বাজার বিপণিবিতানের সামনে ও শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বন্ধুর নাম সুদীপ সংস্থা। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সরকারি সাহায্য সহায়তার পাশাপাশি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন এর অনুগামীরা বিভিন্ন স্থানে গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রেখেছেন।
বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরের শ্যামলী বাজার বিপণিবিতানের সামনে অটো রিস্কা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অটো শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে বিধায়ক আশীষ কুমার সাহা বলেন রাজ্যের বিভিন্ন স্থানে বন্ধুর নাম সুদীপ নামে সংস্থা গরীব দুস্থ মানুষের হাতে এ করোনা মহামারী পরিস্থিতিতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে। এ ধরনের সামাজিক কর্মসূচির ভূয়শী প্রশংসা করেন বিধায়ক আশীষ কুমার সাহা।
তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে অটোরিকশা শ্রমিকদের রুটি রোজকার অন্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবতাবাদি কাজ। এ ধরনের সামাজিক সেবামূলক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিধায়ক আশীষ কুমার সাহা।
বন্ধুর নাম সুদীপ সংস্থার পক্ষ থেকে অটো শ্রমিকদের সাথে খাদ্য সামগ্রী তুলে দেওয়ায় অটো শ্রমিক সন্তোষ ব্যক্ত করেছেন। আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।