অনলাইন ডেস্ক, ১০ জুন।। ফরাসি ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেককে বিদায় করে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে উঠে চমক দেখালেন গ্রিসের মারিয়া সাকারি। তিনি সরাসরি সেটে হারালেন শিয়াওতেককে।
বুধবার রোলাঁ গাঁরোয় শেষ আটে পোল্যান্ডের শিয়াওতেককে ৬-৪, ৬-৪ গেমে হারান ১৭তম বাছাই সাকারি। শিয়াওতেক এ বারের রোলাঁ গারোয় শুরুটা খারাপ করেননি।
কিন্তু কোয়ার্টার ফাইনালে সে ভাবে নিজেকে মেলেই ধরতে পারেননি। সাকারির এটাই ছিল প্রথম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল। সেখানে কার্যত অঘটন ঘটিয়ে সেমিফাইনালে উঠে পড়েছেন তিনি।
শেষ চারে চেক রিপাবলিকের বারবোরা ক্রেজচিকোভার মুখোমুখি হবেন সাকারি। শেষ আটে যুক্তরাষ্ট্রের টিনএজার কোকো গাউফকে ৭-৬ (৮-৬), ৬-৩ গেমে হারান ২৫ বছর বয়সী ক্রেজচিকোভা।
এবারের চার সেমিফাইনালিস্টই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠেছেন। বৃহস্পতিবার শেষ চারের আরেক ম্যাচে স্লোভেনিয়ার তামারা জিদানসেকের বিপক্ষে লড়বেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা।