স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৯ জুন।। বর্তমান করোনা পরিস্থিতিতে তেলিয়ামুড়া পুর পরিষদের এলাকাবাসী নানা সমস্যার সম্মুখীন। এমনটাই মনে করছেন সি পি আই এম তেলিয়ামুড়া অঞ্চল কমিটি সহ কর্মী সমর্থকরা।
এই সমস্যার কথা উপলব্ধি করেই বুধবার ৭ দফা দাবী সনদ নিয়ে এক ডেপুটেশন দেওয়া হয় তেলিয়ামুড়া পুর পরিষদের সি.ই.ও তথা তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য মহাশয়ের নিকট।
তেলিয়ামুড়া সি পি আই এম লোকাল কমিটির উদ্যোগে দেওয়া হয় এই ডেপুটেশন। উক্ত ডেপুটেশনে ছিলেন তেলিয়ামুড়া সি পি আই এম অঞ্চলে কমিটির সম্পাদক সুবির সেন, বিভাগীয় সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সহ অন্যান্য সদস্যরা।
উক্ত ডেপুটেশন প্রসঙ্গে সি পি আই এম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক সুবীর সেন জানান, বুধবার পুরো পরিষদের সি.ই.ও- কাছে যে ৭ দফা দাবী সনদ নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে তার সঙ্গে পুর পরিষদের সি.ই.ও সহমত পোষণ করেছেন। এবং এই দাবিগুলো সমাধানের লক্ষ্যে তিনি উদ্যোগী হবেন বলে তাদের আশ্বস্ত করেছেন।