অনলাইন ডেস্ক, ১০ জুন।। পূর্ব ঘোষিত তারিখেই রিলিজ হবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তৈরি সিনেমা। এ বিষয়ে পরিবারের স্থগিতাদেশের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট।
বছর খানেক আগে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত। তার মৃত্যুর প্লট নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘ন্যায়: দ্য জাস্টিস’। ছবিটি মুক্তি পাবে ১১ জুন। তাতেই ছাড়পত্র দিল দিল্লি হাইকোর্ট।
সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কিশোর সিং দাবি করেছিলেন পরিবারের অসম্মতিতেই ছবিটি শুটিং হয়েছে। আত্মহত্যা দেখানো নিয়েও অভিযোগ ছিল তার।
দিল্লি হাইকোর্টে ছবির মুক্তিতে স্থগিতাদেশ বসানোর আরজিও জানিয়েছিলেন কৃষ্ণ। সেই স্থগিতাদেশ খারিজ করে মুক্তির জন্য সবুজ সংকেত দিয়েছে বিচারপতি সঞ্জীব নারুলার নেতৃত্বাধীন বেঞ্চ।
‘ন্যায়: দ্য জাস্টিস’ ছাড়াও সুশান্তর জীবন নিয়ে আরও একাধিক ছবি আসছে। তার মধ্যে রয়েছে ‘সুইসাইড অর মার্ডার: আ স্টার লস্ট’, ‘শশাঙ্ক’ ও নাম ঠিক না হওয়া একটি ছবি।