স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ৯ জুন।। প্রকাশ্য দিবালোকে চুরি করতে গিয়ে বাজারের লোকজনের হাতে আটক হল এক চোর। ঘটনা শান্তিরবাজারের মনপাথর বাজারে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল ৮ টা নাগাদ শান্তিরবাজার মহকুমার মনপাথর বাজারে এক ইলেকট্রনিক সামগ্রির দোকানে চুরি কান্ড ঘটে। দোকানের মালিক জানান, দোকান খোলার পর দোকানের কর্মচারী ধূপ দেওয়ার জন্য জল আনতে যায়।
এই সুযোগে দোকান ফাঁকা দেখে চুরির জন্য দোকানে ঢুকে চোর। সে দোকানের কেস বাক্স খোলে । পরবর্তী সময় লোকের উপস্থিতির টের পেয়ে দোকান থেকে পালিয়ে যায় চোর। দোকানের কর্মচারী দোকানে এসে ধূপ দেবার সময় সবকিছু উলটপালট দেখে মনে সন্দেহ জাগে।
দেখতে পায় দোকানের ক্যাশবাক্স ভাঙ্গা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাটি জানানো হয় দোকানের মালিককে। ঘটনার খবর পেয়ে দোকানের মালিক দোকানে এসে সি সি ক্যামেরা চালিয়ে চোরকে সনাক্তত করেন। দোকানের মালিক জানান কেস বাক্সে তেমন বেশি টাকা ছিলোনা।
চোরকে সনাক্ত করার পর বাজারের লোকজনেরা চোরকে আটক করে মনপাথর ফাড়ির পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় চোর উদয়পুরের বাসিন্দা। উর নাম দীপঙ্কর দেবনাথ । দিনের বেলায় চুরি কান্ডকে ঘিরেে
দেখা দিচ্ছে নানা প্রশ্ন ।
রাজ্যে কারফিউর বিধি নিশেষেধের মধ্যে প্রয়োজন ছাড়া এক জেলা থেকে অন্যয জেলায় যাতায়ত করা যায় না। এরই মধ্যে দেখা যাচ্ছে গোমতী জেলা থেকে চুরির জন্য দক্ষিন জেলায় ছুটে আসছে চোরের দল। ব্যবসায়ীরা নিরাপত্তাা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।