অনলাইন ডেস্ক, ৯ জুন।। ইংল্যান্ড সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তবে পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এই সফরে যাওয়া হচ্ছে না অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের। আইল্যান্ড ক্রিকেটের বরাতে এমনটাই জানিয়েছে আরেক ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকেট নেক্সট।
সাবেক লঙ্কান অধিনায়কের স্ত্রী হেশানি তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। স্কোয়াডে কয়েকজন নতুন মুখ নিয়ে ইংলিশদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে দেশ ছেড়েছেন লঙ্কানরা।
নির্বাচকেরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৩ বিশ্বকাপকে মাথায় রেখে তরুণদের সুযোগ দেওয়া হবে স্কোয়াডে। যার কারণে স্কোয়াডে জায়গা হয়নি দিমুথ করুনারত্নে ও দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞদের। থিসারা পেরেরা আগেই অবসরের ঘোষণা দেওয়ায় ফলস্বরূপ স্কোয়াডে নেই তিনি।
কুশল পেরেরাকে অধিনায়ক করে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য ঘোষিত ২৪ সদস্যের স্কোয়াডে আছেন বাঁহাতি স্পিনার প্রভীন জয়াবিক্রমা, অলরাউন্ডার ধনাঞ্জয়া লক্ষণ, চারিথ আসালাঙ্কা ও ঈশান জয়ারত্নের মতো তরুণরা।
এর আগে শঙ্কায় ছিল শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর। এই সিরিজের জন্য লঙ্কানদের নির্বাচিত ক্রিকেটাররা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) দেওয়া চুক্তি সফর চুক্তিটি প্রত্যাখ্যান করেছিলেন।