১২ জুন শুরু ইউরো কাপ, একটি রেকর্ডে নাম উঠে যাবে ক্রিস্তিয়ানো রোনালদোর

অনলাইন ডেস্ক, ৯ জুন।। ১২ জুন শুরু হচ্ছে ইউরো কাপ। এই আসরে মাঠে নামার সঙ্গে সঙ্গে একটি রেকর্ডে নাম উঠে যাবে পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর। সেই সঙ্গে আরো বেশ কিছু রেকর্ড গড়ারও সুযোগ থাকবে তার। দেখে নেওয়া যাক কোন কোন রেকর্ড সামনে রেখে ইউরো খেলতে নামছেন রোনালদো-

সব চেয়ে বেশি বার ইউরো কাপ খেলা- ইতিমধ্যেই চার বার ইউরো কাপ খেলেছেন রোনালদো।লোথার ম্যাথুজ, লুকার পোডোলস্কির মতো একাধিক ফুটবলারের এই রেকর্ড রয়েছে। তবে বাকি সকলকে পিছনে ফেলে পঞ্চম বার ইউরো কাপ খেলতে যাচ্ছেন রোনালদো। রেকর্ড গড়া শুরু করবেন মাঠে নামার সঙ্গে সঙ্গেই। ২০০৪ সালে প্রথম বার ইউরো কাপে খেলেন সিআর সেভেন।

সব চেয়ে বেশি গোল- ফ্রান্সের বিখ্যাত ফুটবলার মাইকেল প্লাতিনির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন রোনালদো। ইউরো কাপে একটা গোল করলেই তার ঝুলিতে চলে আসবে ১০টি গোল। টপকে যাবেন প্লাতিনিকে। ২০০৪ সালে প্রথম বার ইউরো কাপ খেলতে নেমে গোল পেয়েছিলেন রোনালদো। এ বারই হতে পারে তার শেষ ইউরো। সেখানে গোল করে এই রেকর্ড গড়তেই পারেন পর্তুগিজ তারকা।

অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি বার ইউরো কাপ জয়- এই রেকর্ড গড়তে হলে একা রোনালদো নয়, পর্তুগাল দলেরও অবদান প্রয়োজন। স্পেনের গোলরক্ষক ইকর ক্যাসিয়াস এমন একজন অধিনায়ক যিনি ২ বার ইউরো কাপ জিতেছেন (২০০৮ এবং ২০১২)। পর্তুগাল ২০১৬ সালে ইউরো কাপ জিতেছে রোনালদোর নেতৃত্বে। এ বারও জিততে পারলে ক্যাসিয়াসের সঙ্গে এক সিংহাসনে বসবেন রোনালদো।

সব চেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইউরো ফাইনালে গোল- ১১ জুলাই ফাইনাল। সে দিন রোনালদোর বয়স হবে ৩৬ বছর ১৫৬ দিন। ফাইনালের সেই ম্যাচে গোল করলে সব চেয়ে বেশি বয়সে ইউরো ফাইনালে গোল করার রেকর্ড গড়বেন তিনি। কঠিন শোনালেও তা সহজ করার ক্ষমতা রাখেন রোনাল্ডোই।

ইউরো কাপে হ্যাটট্রিক- শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে ইউরো কাপে এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক নেই পর্তুগিজ তারকার। এ বারের প্রতিযোগিতায় সেই হ্যাটট্রিক কি করতে পারবেন রোনালদো? দেশের হয়ে ৯ বার হ্যাটট্রিক করলেও ইউরোতে একবারও সেই কীর্তি নেই তার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?