মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্পে পশ্চিম ত্রিপুরা জেলায় ফুল চাষীদের সহায়তা দেওয়া হবে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জুন।। পশ্চিম জেলায় মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্পে চলতি অর্থ বছরে ফুল চাষে সুবিধাভোগীদের সহায়তা করা হবে।

এই প্রকল্পে পশ্চিম জেলায় ৩০০ জন সুবিধাভোগীকে ৬০ হেক্টরে গাদা ফুল, ৭০ জন সুবিধাভোগীকে ১৪ হেক্টরে গ্লেডিওলাস, ৭০ জন সুবিধাভোগীকে ১৪ হেক্টরে রজনীগন্ধা এবং ৪২ জন সুবিধাভোগীকে ৮.৪ হেক্টরে গোলাপ ফুল চাষে সহায়তা করা হবে।

এই কর্মসূচিতে পশ্চিম জেলায় ৪৮২ জন ফুলচাষী উপকৃত হবেন এবং ৯৬.৪ হেক্টর জমি ফুল চাষের আওতায় আসবে।

গাদা ফুল চাষে হেক্টর প্রতি ১ লক্ষ ১৫ হাজার টাকা, গ্লেডিওলাস ফুল চাষে হেক্টর প্রতি ৪ লক্ষ টাকা, রজনীগন্ধা ফুল চাষে হেক্টর প্রতি ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং গোলাপ ফুল চাষে হেক্টর প্রতি ৪ লক্ষ টাকা ব্যয় হবে।

এছাড়া এই প্রকল্পে ২০২২-২৩ অর্থ বছরে পশ্চিম জেলায় ৪৮২ জন এবং ২০২৩-২৪ অর্থ বছরে ৫৩০ জন সুবিধাভোগীকে চাষে সহায়তা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং এতে ২০২.৪ হেক্টর জমি ফুল চাষের আওতায় আসবে। জেলা উদ্যান ও ভূমি সংরক্ষণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?