উন্নয়নের কাজে বাঁধা সৃষ্টির অভিযোগে জজের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হল জনতা

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৯ জুন।। উন্নয়নের কাজে বাঁধা সৃষ্টির অভিযোগে উত্তর জেলার দায়রা আদালতের জজ গৌতম সরকারের বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন সাধারণ জনগণ। সরকারের প্রয়োজনে বিদ্যুতের খুঁটি রাস্তার এপার থেকে ওপাশে বোঝানোর চেষ্টা করায় তীব্র আপত্তি জানান জেলা ও দায়রা জজ গৌতম সরকার।

এরই প্রতিবাদে ক্ষুব্দ হয়ে জেলা দায়রা জজ গৌতম সরকারের বাড়ির সামনে বুধবার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য মঙ্গলবারই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন।

বুধবার ধর্মনগর শহরের বেশ কিছু জনগন বিচারক গৌতম সরকারের বাসভবনের সামনেই ধর্ণায় সামিল হন। জজ গৌতম সরকারের আবাস ধর্মনগর কালি বাড়ি দীঘির পাশে জয়হিন্দ ক্লাব সংলগ্ন এলাকায়।ধর্মনগরে কালী দীঘি সংস্কারের কাজ চলছে। কালী দীঘিটি সংস্কার করে দর্শনীয় করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

এদিকে ধর্মনগরের বিভিন্ন রাস্তার প্রশস্ততা বাড়ানো হচ্ছে। রাস্তার প্রশস্ততা বাড়াতে গিয়ে বিদ্যুতের খুটি গুলিকে রাস্তার এপাশ থেকে ওপাশে নিয়ে আসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকালে জজ গৌতম সরকারের আবাসস্থলের প্রাচীরের বাইরে বিদ্যুতের খুটি লাগাতে গেলে গৌতম সরকার বাঁধা দেন।

কাজ করতে আসা লোকেদের কাজ করতে দেওয়া হবে না বলে তাড়িয়ে দেন। বিদ্যুৎ বিভাগের কর্মীদের পক্ষ থেকে বিষয়টি বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ব বন্ধু সেনকে জানানো হয়। খবর পেয়ে সাথে সাথেই উপাধ্যক্ষ ঘটনা স্থলে যান । জজ গৌতম সরকারের এহেন ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন।

উপাধ্যক্ষ নিজে দাঁড়িয়ে থেকে বিদ্যুতের খুটির কাজ করান।উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন সাংবাদিকদের জানান ,তিনি এই ঘটনা সম্পর্কে জেলা শাসক, জেলা পুলিশ সুপারকেও জানিয়েছেন। গৌতম সরকার একজন প্রতিষ্টিত ব্যক্তি হয়ে সরকারের উন্নয়নমূলক কাজে যে ভাবে বাঁধা দানের চেষ্টা করেছেন তা মেনে নেওয়া যায় না বলে অভিমত ব্যক্ত করেন উপাধ্যক্ষ।

এর আগেও কালী দীঘি থেকে দমকল দিয়ে সন্ধ্যার পর জল তোলা যাবে না, সন্ধ্যার পর ডালাইয়ের কাজ করা যাবে না, এমনকি সন্ধ্যার পর উনার আবাস এর সামনে সড়ক দিয়ে কেউ জোরে বাইকের হর্ন দিয়ে যেতে পারবেন না বলে হুলিয়া জারি করেন। এমনকি অনেককেই পুলিশ দিয়ে হেনস্তা করা হয়।

এই সব ঘটনাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন উপাধ্যক্ষ। অভিযোগ ক্ষমতা জাহির করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে উন্নয়ন মূলক কাজে বাঁধা সৃষ্টি করছেন গৌতম বাবু ।তা ধর্মনগরবাসী মেনে নিতে পারছেন না। মঙ্গলবার এমনটাই বলেছিলেন উপাধ্যক্ষ। বুধবার জজ গৌতম সরকারের আবাসের সামনে হাতে প্লে কার্ড নিয়ে ধর্নায় সামিল হন স্থানিয় জনগন।

ধর্নায় বসে জজ গৌতম সরকারের এহেন কার্যকলাপের প্রতীবাদ জানায় স্থানীয় জনতা। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ সেখানে উপস্থিত হয়। আলোচনার মাধ্যমে ধর্ণায় বসা লকজনদের তুলে দেওয়া হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?