অনলাইন ডেস্ক, ৯ জুন।। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। টিম ইন্ডিয়ার সঙ্গে প্রধান কোচ হিসেবে এই সফরে যাবেন রাহুল দ্রাবিড়। কোচিং স্টাফের বাকি সদস্যদের নিয়োগ দেবে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ)। একই সময়ে ভারতের দুটি জাতীয় দল খেলবে দুটি ভিন্ন দেশে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ড সফরে আছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। কয়েক দিন পর সাদা বলের ছয়টি ম্যাচ খেলতে ভারতের আরেকটি দল যাবে শ্রীলঙ্কায়। টিম ইন্ডিয়া এই সফরে যাবে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী কোচ দ্রাবিড়ের অধীনে। কোহলি-রোহিতরা না থাকায় লঙ্কানদের বিপক্ষে সিরিজে নতুন অধিনায়কও পাবে ভারত।
করোনাভাইরাস ও কোয়ারেন্টিনের কারণে ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কা সফর করে ফের ইংল্যান্ড ফিরে যাওয়া এত সময়ের মধ্যে সম্ভব না কোহলিদের। যার কারণে ভিন্ন এক দল শ্রীলঙ্কা সফরে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই দ্বিতীয় সারির দলের কোচ করা হয়েছে দ্রাবিড়কে।
অন্যদিকে কিউইদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ড সফরে যাওয়া কোহলিদের দায়িত্ব থাকছে নিয়মিত প্রধান কোচ রবি শাস্ত্রীর ওপর।
ভারত ও শ্রীলঙ্কার সিরিজের প্রথম ওয়ানডে হবে ১৩ জুলাই। বাকি দুই ওয়ানডে হবে ১৬ জুলাই ও ১৮ জুলাই। তিন টি-টোয়েন্টি সিরিজ হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৫ জুলাই।