ভারতে ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯২,৫৯৬ জন, মৃত্যু হয়েছে ২,২১৯ জনের

অনলাইন ডেস্ক, ৯ জুন।। ভারতে ফের খানিকটা বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, যদিও তা সামান্য। মৃত্যুর সংখ্যা অবশ্য ফের ২ হাজারের বেশি। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯২,৫৯৬ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ২,২১৯ জনের। মঙ্গলবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন।

এক ধাক্কায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৭২,২৮৭ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১২,৩১,৪১৫ জন (৪.২৩ শতাংশ)। কোভিড টিকাকরণও সমানতালেই চলছে, ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ২৩,৯০,৫৮,৩৬০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২ হাজার ২১৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৫৩,৫২৮ জন (১.২২ শতাংশ)।

বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৯,৮৫,৯৬৭। সংক্রমণ হ্রাসের মধ্যে সুস্থতাই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৭৫,০৪,১২৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৪.৫৫ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ২৭,৭৬,০৯৬ জনকে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?