ভোট আসলেই নেতারা পায়ে ধরে দাদু-কাকু-মামা ডাকে, দুর্দিনে তাদের দেখা নেই- ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৯ জুন।। কিল্লা ব্লক এলাকার রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুৎ সমস্যা দিনের পর দিন আরো মারাত্মক আকার ধারণ করতে শুরু করেছে। অবিলম্বে এসব সমস্যার সমাধান করা না হলে এলাকাবাসী আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। গত দুই দিনের সামান্য বৃষ্টিতেই কিল্লা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা।

জল জমে আছে। বিশেষ করে কিল্লা এডিসি এলাকার তৈরুপা বাড়ি,মৈথুলং বাড়ি সহ বিভিন্ন এলাকার রাস্তার জল জমে রয়়েছে। ফলে এই রাস্তা দিয়ে মানুষের হাঁটা চলা যেমন কষ্ট কর, পাশাপাশি গাড়ি,দ্বিচক্র যান চলাচল করা খুবই কষ্ট।

তৈরুপা বাড়ি এলাকার কনিষ্ঠ মোহন জমাতিয়া জানান, যখন ভোট আসে তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে পায়ে ধরে দাদু, কাকু,মামা বলে ভোট চান।তখন সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়ে যায় তারা।আর ভোট শেষ হলেই সব ভুলে যায়। আক্ষেপ করে কনিষ্ঠ মোহন আরো বলেন,এলাকায় বিদ্যুৎ নেই,খাওয়ার জন্য পানীয় জল নেই।বহুবার দপ্তরের আধিকারিকদের জানিয়েও কিছুই লাভ হচ্ছে না।

রাস্তা গুলির বেহাল অবস্থার জন্য গাড়ি সহ দ্বিচক্র যান বাহন চলাচল করা খুবই কষ্ট সাধ্য।এমন কি গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্টসাধ্য হয়ে উঠে।বহুবার এডিসি প্রশাসন থেকে শুরু করে সমষ্টি উন্নয়ন আধিকারিক, পূর্ত দপ্তরে জানিয়েও কিছুই কাজ হচ্ছে না।এলাকাবাসির দাবি অতিসত্বর কিল্লার বিভিন্ন এডিসি এলাকায় রাস্তা ঘাট মেরামত
করে চলাচলের জন্য ব্যবস্থা করে দেবার জন্য।

পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নিয়মিত করা,পানীয় জলের ব্যবস্থা করার জন্যও দাবি জানিয়েছেন এলাকাবাসী। কিল্লা ব্লক এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা এবং বিদ্যুতের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

রাজনৈতিক দলের নেতাকর্মীদের গালভরা প্রতিশ্রুতি তাদের সমস্যা সমাধান করবে না বলেও তারা উল্লেখ করেন। নির্বাচনের আগে তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?