করোনা হানা দিয়েছে, ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগে দুশ্চিন্তায় পড়ে গেছে স্পেন

অনলাইন ডেস্ক, ৯ জুন।। ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগে দুশ্চিন্তায় পড়ে গেছে স্পেন। করোনা হানা দিয়েছে স্প্যানিশ শিবিরে।

স্পেনের ইউরো স্কোয়াডের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন ডিয়েগো লরেন্তে। এর আগে অধিনায়ক সার্জিও বুসকেটসের কোভিড-১৯ পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে চলে যায় স্পেনের সিনিয়র দল।

যার কারণে ইউরোর প্রস্তুতি উপলক্ষে লিথুনিয়া বিপক্ষে প্রীতি ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলকে মাঠে নামাতে হয় স্পেনকে। অবশ্য স্পেনের তরুণ তারকারা ম্যাচটি হেসেখেলেই ৪-০ গোলে জিতেছে।

লরেন্তের করোনা পজিটিভ রিপোর্ট আসার বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। করোনা আক্রান্ত হওয়ায় লিডস ডিফেন্ডার স্পেনের অনুশীলন ক্যাম্প ছেড়েছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?