পুর নিগম এলাকার করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের বৈঠক

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জুন।। আগরতলা পুর নিগম এলাকার করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের গুরুত্বপূর্ণ বৈঠক বুধবার পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

বর্তমান কোভিড পরিস্থিতিকে সামনে রেখে বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে করোণা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস,সদর এসডি এম অসীম সাহা এবং আগরতলা পুর নিগমের আধিকারিক, পুলিশ আধিকারিক সহ বিভিন্ন দপ্তর আধিকারিকরা।

বৈঠকের বিষয়বস্তু দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলোকপাত করতে গিয়ে বিধায়ক ডাক্তার দিলীপ দাস বলেন, আগরতলা পুরনিগম এলাকার প্রতিটি ওয়ার্ড সেক্রেটারিকে আরো দায়িত্বশীল হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কেননা এলাকার যাবতীয় তথ্য ওয়ার্ড সেক্রেটারির কাছেই দ্রুত পৌঁছে। তিনি বলেন বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

তিনি বলেন করোণা সংক্রান্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে এখনো নানা ভীতি ও কুসংস্কার কাজ করছে। অনেকেই করোনা আক্রান্ত হলেও পরীক্ষা করাতে চাইছেন না। তাদের মনে ভয় করোনা আক্রান্ত প্রমাণিত হলে কোয়ারেন্টাইনে কিংবা হাসপাতালে যেতে হবে। এধরনের ভয় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলে তিনি উল্লেখ করেন।

শুধু তাই নয় করুণা আক্রান্ত রা চিহ্নিত না হলে অবাধে ঘুরে বেড়ানোর সুযোগ পান। তাাপ দ্রুত করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। জনগণের মন থেকে ভয় ভীতি দূর করা সহ তাদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের এগিয়ে আসার জন্যও তিনি আহ্বান জানান।

বিধায়ক ডাক্তার দিলীপ দাস আরো বলেন, পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার পরিবারের লোকজন এবং আত্মীয়-পরিজনরা পর্যন্ত শেষকৃত্যে যেতে রাজি হন না। এটা কোনোভাবেই কাম্য নয় বলেও তিনি মনে করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?