স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জুন।। রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার সহ অন্যান্য বাজারগুলিতে একাংশের ব্যবসায়ী বিভিন্ন পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরই পরিপ্রেক্ষিতে সদর মহকুমা প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় ময়দানে নেমেছে। বুধবার আলু ও পেঁয়াজের কালোবাজারিদের বিরুদ্ধে অভিযানে নামল সদর মহকুমা প্রশাসন।অধিক মুনাফা লাভের লোভে মজুতদাররা মাল গুদামজাত করে রেখেছেন। ওসব মালপত্রের বৈধ কাগজপত্র নেই।
কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছে তারা। এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করতে গিয়ে প্রামাণ্য বেশ কিছু তথ্য পেয়েছেন মহকুমা প্রশাসনের কর্মকর্তারা। এরই পরিপ্রেক্ষিতে অনেকগুলো দোকান বন্ধ করে দিয়েছেন সদর ডিসিএম আশিস দাস।
আরো বেশ কিছু সংখ্যক ব্যবসায়ীকে এসব বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই একাংশের ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে আলু পিয়াজ সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় মূল্য বৃদ্ধি করে সমস্যা তৈরি করছেন।
তাতে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। এর পরিপ্রেক্ষিতেই সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে মহারাজগঞ্জ বাজারে বুধবার খানা দেওয়া হয়। বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ ধরনের হানাদারি অব্যাহত থাকবে বলেও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।