অনলাইন ডেস্ক, ৯ জুন।। স্পেনের আলেহান্দ্রো দাভিদোভিখ ফোকিনাকে ৬-৪, ৬-১ ও ৬-১ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন আলেক্সান্ডার জেভেরেভ।
২৫ বছর পর প্রথম জার্মান খেলোয়াড় হিসেবে রোঁলা গারোর শেষ চারে ওঠার কীর্তি গড়লেন ২৪ বছর বয়সী এই ষষ্ঠ বাছাই। ১৯৯৬ সালে মিখায়েল স্টিচের পর আর কোনো জার্মানকে ফ্রেঞ্চ ওপেনের সেমিতে দেখা যায়নি।
প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে জেভেরেভ শেষ চারে মুখোমুখি হবেন ২২ বছর বয়সী স্তেফানোস সিৎসিফাসের। ক্লে-কোর্টের লড়াইয়ের ফাইনাল হবে রবিবার, প্যারিসে।
প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিযানে নামা সিৎসিফাস সেমিফাইনাল নিশ্চিত করেছেন রাশিয়ান প্রতিদ্বন্দ্বী ড্যানিল মেদভেদভকে হারিয়ে। পঞ্চম বাছাই গ্রীক তারকা জিতেছেন ৬-৩, ৭-৬ ) ৭-৩) ও ৭-৫ গেমে।