তিন দফা দাবিতে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে এআইডিএসও

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জুন।। বুধবার তিন দফা দাবিতে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন।করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন ছাত্রছাত্রীরা।

স্কুল-কলেজ বন্ধ হয়ে রয়েছে ।পঠন-পাঠন স্তব্ধ। চূড়ান্ত মূল্যায়ন এর কাজ বন্ধ হয়ে পড়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনিশ্চয়তার মুখে। এসব বিষয় নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করেছে। রাজ্যের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে বুধবার শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়।

তিন দফা দাবর মধ্যে রয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে যে বৈঠক আহ্বান করেছে সেই বৈঠকে প্রতিটি ছাত্র সংগঠনের প্রতিনিধিদের থাকার সুযোগ দিতে হবে এবং তাদের মতামত গ্রহণ করতে হবে। পঞ্চম , নবম এবং একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ইন্টার্নাল মূল্যায়ন এর মধ্য দিয়ে পরবর্তী ক্লাসে উন্নীত করতে হবে এবং তাদের সিলেবাস প্রদান করতে হবে।

প্রতিটি ছাত্রছাত্রীকে বিনা মূল্যে কোভিড টিকাকরণ করার ব্যবস্থা করতে হবে।ডেপুটেশন ও স্মারকলিপি গ্রহণ করে শিক্ষা অধিকর্তা এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে বলে প্রতিনিধি দলের তরফ থেকে জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?