স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জুন।। করুনাসিন্ধু চৌধুরী নামে একজন বাংলাদেশের নাগরিক ওনার স্ত্রীকে নিয়ে চেন্নাইতে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করাতে যান। চেন্নাই থেকে চিকিৎসা সেরে ত্রিপুরা হয়ে বাংলাদেশে ফেরার সময় আগরতলা বিমানবন্দরে উনি করোনা পজিটিভ ধরা পড়েন।
সেখান থেকে তাদেরকে আইসোলেশনে পাঠানো হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইএলএস হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
তাদের এই খবর সাংসদ প্রতিমা ভৌমিকের কাছে পৌঁছানোর পর তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা এবং ডাক্তারদের সহযোগিতায় তার সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থা করেন।
গত পরশুদিন উনার করোনা নেগেটিভ আসার পর বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে কথা বলে উনাদের বাংলাদেশে ফিরে যাওয়ার সমস্ত রকম ব্যবস্থা করেন সাংসদ। আজ উনারা নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরে যেতে পেরেছেন ।
তাদের সুস্থ করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে পারার জন্য কোভিড ওয়ার রুমের সকল সদস্য, সকল ডাক্তার যারা উনার চিকিৎসায় নিয়োজিত ছিলেন এবং বাংলাদেশ হাই কমিশনারের সকল সদস্যদের এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক।