অনলাইন ডেস্ক, ৯ জুন।। দক্ষিণ আফ্রিকার এক নারী একটা বা দুটো নয় এক সঙ্গে দশ সন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনা সত্যি হলে তা হবে বিশ্ব রেকর্ড। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গোসিয়াম থামারা সিথোলেস নামের এই নারীর স্বামী জানিয়েছেন, স্ক্যানে তারা গর্ভে আটটি সন্তান থাকার কথা জানতেন। কিন্তু দশ শিশুর জন্ম হওয়ায় অবাক হয়েছেন তারা। গত সোমবার রাতে এসব শিশুর জন্ম হয়েছে। এর আগেও ৩৭ বছর বয়সী এই নারী জমজ সন্তানের জন্ম দিয়েছেন।
তাদের বয়স বর্তমানে ছয় বছর।সিজারিয়ানের মাধ্যমে জন্ম দেওয়া দশ সন্তানের মধ্যে সাতটি ছেলে আর তিনটি মেয়ে।দক্ষিণ আফ্রিকার এক কর্মকর্তা বিবিসির কাছে জন্মের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তারা এখনও শিশুদের দেখতে পাননি।এ বিষয়ে গোসিয়াম জানান, তাঁর গর্ভধারণের বিষয়টি স্বাভাবিক ছিল। সন্তানধারণের জন্য তিনি কোনো চিকিৎসাও নেননি।